জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল ও শোক সভায় বক্তারা
সংবাদ বিজ্ঞপ্তি:
সন্ত্রাসীদের গুলিতে নিহত জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
বুধবার ১০ নভেম্বর বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে উপস্থিত নেতৃবৃন্দ দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
পরে খতমে কুরআন এবং দোয়া মাহফিলের মধ্যদিয়ে মহান আল্লাহর নিকট সদ্য প্রয়াত জহিরুল ইসলাম সিকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মাহাবুবুল হক মুকুল, এডভোকেট রণজিত দাশ, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, অর্থ সম্পাদক আবদুল খালেক, ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছার, সদস্য এডভোকেট সুলতানুল আলম, আমিনুর রশিদ দুলাল, এটিএম জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন ও কক্সবাজার পৌর শ্রমিকলীগের আহবায়ক শাহেদুল আলম রানাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “শ্রমিকনেতা জহিরুল ইসলাম সিকদার ছিলেন বঙ্গবন্ধু’র আদর্শের নিবেদিত প্রাণ। তার এভাবে অসময়ে চলে যাওয়া আমাদের বড়বেশি শুন্যতায় ফেলে দিয়েছে। এ ক্ষতি কখনো পুষাবার নয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।” পাশাপাশি অধিকতর তদন্তের মাধ্যমে জহির হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল সন্ত্রাসীদের গ্রেফতারে জোর দাবী জানান বক্তারা।