সাইদুল ইসলাম ফরহাদ :
কক্সবাজার টেকনাফ মহা সড়কের জালিয়ারঘাটা, জাদিমোড়া হ্নীলা বেইলি ব্রিজ ভেঙে গেছে। ব্রিজের স্টিলের পাত ভেঙে মরণ ফাঁদে পরিনত হয়েছে। ঝুকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানায়, ১৪/১৫ দিন পূর্বে বেইলি ব্রিজের একটি পাতা ভেঙে যায়। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অনেক অপরিচিত চালকরা এসে দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই একটি বাঁশের খুঁটি দিয়ে বিপদ সংকেত তৈরি করে রাখা হয়েছে।
একইভাবে সেতুটির লোহার পাতা ও রেলিং ভেঙে এবং বেঁকে যাওয়ায় সেতুটি নড়বড়ে হয়ে পড়েছে। এর ওপর দিয়ে বন্দরের ভারী যানবাহন ও বাস সহ সকল যাতায়াত করছে প্রতিনিয়ত। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আজ সকালে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় ছাত্র নেতা ফরহাদ মাহমুদ স্টাটাস দিলে চারদিকে চড়িয়ে পড়ে। তারপর আলোচনার ঝড় উঠে।
সাবেক ছাত্র নেতা তারেক মাহমুদ রনি জানান,
সড়ক জনপদের অবহেলার কারণে এই ব্রীজটা মেরামত হচ্ছে না।
দিন রাত ব্যস্ত সড়কের জালিয়াঘাটা ব্রীজটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি অন্য তাই যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।
এই বিষয়ে প্রকৌশল বিভাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে কল রিসিভ না করাতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।