হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া শাহী জামে মসজিদে ঈদের নামাজ আগে-পরে আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মহেশখালী পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল খালেক’সহ ৪ জনকে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও গোরকঘাটা বাজার ব্যবসায়ীদের যৌথ ব্যানারে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ ই জুলাই) সকালে উপজেলা চত্বরের সামনে সর্বস্তরের এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন. আহতের মা সুরা খাতুন, বোন উম্মে হাবিবা, ভাই আব্দুল হক হিরণ, সাবেক মেম্বার আব্দুল মান্নান, মোহাম্মদ হোছান, মোহাম্মদ আমিন, সাবেক মেম্বার রাহমত উল্লাহ, মোহাম্মদ মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মেম্বার সালামত সিকদারের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় অত্যন্ত নৃশংসভাবে আহত করেছে। কলঙ্কজনক অধ্যায়। কোন সভ্য সমাজ এ হামলা মেনে নিতে পারে না। আমরা এই বর্বর, নৃশংস হামলাকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে তাঁদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

হামলার প্রতিবাদ

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ খোন্দকারপাড়া শাহী জামে মসজিদে ঈদগাহে আগে-পরে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে প্রথমে মসজিদে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ৪ আহত গুরুত্ব আহত করে। এ ঘটনায় আহতের বড় ভাই আব্দুল হক হিরন বাদি হয়ে ঘটনার মু্লহুতা সালামত সিকদার’কে প্রধান আসামি করে ১১ জনকে আসামি করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেছে।

আরো খবরঃ

হলদিয়ায় ধর্ম জ্যোতি ভিক্ষুকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা

১৫৪ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভা দৃষ্টিনন্দন ১২তলা ভবন পাচ্ছে : ভিত্তিপ্রস্তর উদ্বোধন

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

মিয়ানমার থেকে সাঁতরে আসা বাচ্চা হাতিটিকে পাওয়া যাচ্ছে না