হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা’তে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন চার মহিয়সী নারী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলা বিভিন্নক্ষেত্রে সফলতা অর্জনে ৪ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনাল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সম্মাননা পুরস্কার ক্রেস ও সার্টিফিকেট তুলে দেন জয়িতাদের হাতে

উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪ ক্যাটাগরীতে ৪জন জয়িতা হলেন শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে এডভোকেট হামিদা পারভিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সেলিনা আকতান, সফল জননী নারী ক্যাটাগরীতে জাহানারা খানম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে বকুল রানী দে জয়িতা পুরস্কারে ভূষিত হন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনাল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাবিবা জাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার বভরঞ্জন দাস, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শাপলাপুর ইউপির চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্ত‘সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।