কামাল শিশির, রামু :

রামুর ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ৫ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক বাবু মতি লাল শিকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন , ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আলম ফেরদৌসী, নুরুল আজিম, অভিভাবক সেলিম বাহাদুর শাহ, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, মোহাম্মদ হোসেন এবং শিক্ষার্থী প্রীতিলা খানম।
প্রধান অতিথি বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার বিকল্প কিছু নেই। একমাত্র শিক্ষাই পারে জীবনকে বদলে দিতে। তাই ছাত্র -ছাত্রীদেরকে লেখা পড়ার প্রতি আরো মনোযোগী হতে হবে। মা-বাবার স্বপ্ন পূরণের পাশাপাশি নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই চুড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

পাশাপাশি তিনি নিজের জীবনের সফলতার গল্প উপস্থাপন করে শিক্ষার্থীদেরকে আরো বেশি উৎসাহিত করেন।

উল্লেখ, উক্ত অভিভাবক সমাবেশটি আয়োজন করায় সুশীল সমাজ বিদ্যালয় কতৃপক্ষকে সাধুবাদ জানান।