বার্তা পরিবেশক:
কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ায় ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
২৩ এপ্রিল ইফতারের আগ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় শিক্ষানবিশ মােজাহিদুল ইসলাম ও তার ভাই ভার্সিটি পড়ুয়া আবদুল্লাহ আল ফয়সাল নামের দুইজন আহত হয়েছে বলে থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে। তারা মধ্যম কুতুবদিয়া পাড়ার মোকতার আহমদের পুত্র।
অন্যদিকে তাদের প্রতিপক্ষও পাল্টা হামলার অভিযোগ করেছেন।
প্রতিপক্ষের মোঃ জুয়েল দাবি জানিয়েছেন, মােজাহিদুল ইসলাম ও আবদুল্লাহ আল ফয়সাল মিলে
জুয়েলকে মারার জন্য তাদের বাড়িতে হামলার চেষ্টা করেছেন। এতে তার ভাই মাস্টার সোহেল ও চাচি জান্নাত আরা আহত হয়েছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় মোঃ ছাবেরের পুত্র মােঃ জুয়েল ও তার ভাইয়েরা স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদের একটি মিমাংসিত বিষয়কে কেন্দ্র করে মোকতার আহামদের পরিবারের বিরুদ্ধে ফেসবুকে নানা কুরুচিপূর্ণ পোস্ট করে। এর প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে উঠে ছাবের আহামদের পুত্ররা।
এর জের ধরে ইফতারের আগে বাড়ি যাওয়ার পথে শিক্ষাননবিশ আইনজীবি মােজাহিদুল ইসলাম ও তার ভাই ভার্সিটি পড়ুয়া আবদুল্লাহ আল ফয়সালের উপর হামলা চালায় ছাবের আহামদের পুত্র জুয়েল, মােঃ সােহেল, আবদুল আজিজ ও রুবেল , মােঃ মিজান।
এসময় তারা ছুরি ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে মােজাহিদুল ইসলাম ও তার ভাই ভার্সিটি পড়ুয়া আবদুল্লাহ আল ফয়সালের শরীরে জখম হয়েছে।
তাদেরকের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন।
এদিকে প্রতিপক্ষ দাবি করছে, মােজাহিদুল ইসলাম ও তার ভাই আবদুল্লাহ আল ফয়সালের সহ তাদের লোকজন অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে হামলার চেষ্টা করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, উভয়পক্ষ সংঘর্ষে জড়াতে চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।