আব্দুস সালাম,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান

শুক্রবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে ।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ২ শতাধিক পরিবারকে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান (এনডিসি)। শুকনো খাবারের মধ্যে রয়েছে চাল ১০ কেজি, চিনি ১কেজি,মসুর ডাল ১ কেজি তেল ১কেজি,মরিচের গুড়া ১০০গ্রাম লবণ ১কেজি,হলুদের গুড়া ২০০গ্রাম ধনিয়া গুড়া ১০০গ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান (এনডিসি) বলেন, সরকারের আন্তরিকতার অভাব নেই। ক্ষতিগ্রস্ত সকলকে সহযোগিতা করা হবে। ইতোমধ্যে সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসনের জন্য ঢেউটিন পাঠানো হয়েছে। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ টিনসহ নগদ টাকাও দিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো পুনঃনির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে তিনি জানান। এছাড়াও টেকনাফেও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হল বলে তিনি জানান।