বার্তা পরিবেশক :

বাংলাদেশ আওয়ামী যু্বলীগ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্য়দায় ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাসেল, শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, তারেকুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলাম আনু, বন ও পরিবেশ সম্পাদক সালাহ্ উদ্দীন, স্বাস্থ্য সম্পাদক মাহামুদুল হক তপসির, মুক্তিযোদ্ধা সম্পাদক আবদুল আলম, সহ-সম্পাদক মোঃ ওসমান, তৌহিদুল ইসলাম, মোঃ শফি, মোঃ আলমগীর, জয়নাল হাজারী, হাবিবুর রহমান, সুজন দেব নাথ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবুল, মোঃ সাইফুদ্দীন, শহিদুল ইসলাম, মাহাবুর রহমান, ফাঁসিয়াখালী যুবলীগের সভাপতি নাজমুল হাসান লিটন, চিরিংগা যুবলীগের সভাপতি এডঃ জিয়াবুল করিম, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, তৌহিদ, সুরাজপুর-মানিক আহব্বায়ক ফেরদৌস আলম, যুগ্ন আহব্বায়ক মোঃ রুবেল, লক্ষারচরের সাধারণ সম্পাদক শেফায়েত হোসেন সাহেদ, গিয়াসউদ্দীন, কাকারার যুগ্ন আহব্বায়ক মিনারুল ইসলাম, মোঃ সোহেল, রমিজ, কৈয়ারবিলের আহব্বায়ক আব্দু রশিদ, নুরুল মোস্তফা, জামসেদ আলম রুবেল, হারবাং যুবলীগের সভাপতি জাহেদুল আলম রুবেল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাহেদ, মিরাজ, আমজাদ, পারভেজ, বরইতলী আহব্বায়ক আইয়ুব খাঁন মিন্টু, যুগ্ন আহব্বায়ক সাহাবউদ্দীনসহ যু্বলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, অতীতের মতো আগামীতেও যে কোন আন্দোলন-সংগ্রাম, যে কোন নির্বাচনে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সেজন্য সকল ধরণের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ডাক পড়লেই যাতে আগুন-সন্ত্রাসী বিএনপি, জামায়াতিদের রাজপথে কঠিণভাবে মোকাবেলা করা যায়। শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে যুবলীগের প্রতিটা সদস্যকে গড়ে তুলতে হবে।