আবদুল্লাহ সায়েম:
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসবভাতা সহ ৮ দফা দাবি পূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ল ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ কক্সবাজার জেলা শাখা।
১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্বাধীনতা শিক্ষক পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুল আবছার চৌধুরী ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সালাউদ্দিন মোহাম্মদ তারেকের স্বাক্ষরিত মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ৮ দফা দাবির একটি স্বারকলিপি জেলা প্রশাসক মামুনুর রশীদের কাছে প্রদান করেন।
যেখানে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের জন্য সরকারী উদ্যোগে ডিভাইস, বই-খাতা এবং মাধ্যমিক শিক্ষার সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার সরবরাহের জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দসহ বিভিন্ন যৌক্তিক দাবি তোলে ধরা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ক্য থিং অং, সভাপতি অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সালাউদ্দিন মোহাম্মদ তারেক, অধ্যাপক সাইফুল ইসলাম,দিদারুল ইসলাম, শরমিন ছিদ্দিকা শাহনেওয়াজ মোর্শেদ, শামিম রেজা খান,আব্দুল মালেক কাজল,নাসির উদ্দীন, এহসান উদ্দীন, আব্দুল্লাহ আল নোমান, হালিমা আক্তার,নুরুল আবছার শিকদার,কামাল উদ্দিন, নির্মল কান্তি ও রাগীব তাহমিদ প্রমুখ।