মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোববার ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্বাপার সময়ে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনাবলীর তথ্য গ্রহন ও কার্যকর পদক্ষেপের নিমিত্তে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর কক্সবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু-কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পরিষদের কেন্দ্রীয় কমিটির ধারাবাহিকতায় কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের জন্য গত ২ জানুয়ারি এ মনিটরিং সেল গঠন করা হয়।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন এ তথ্য নিশ্চিত করেছেন। পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল দাশগুপ্ত কে মনিটরিং সেলের সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ডা: পরিমল কান্তি দাশ, স্বপন গুহ ও পরিষদের সাংগঠনিক সম্পাদক পরিমল বড়ুয়া’কে মনিটরিং সেলের সদস্য করা হয়েছে।

মনিটরিং সেল নির্বাচনের পূর্বাপর অভিজ্ঞতার আলোকে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের শঙ্কা ও উদ্বেগ বিরাজ করছে বিধায় নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা, নির্যাতন এবং বিভিন্ন ধরনের সংঘাতের তাৎক্ষণিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা নিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং একটি প্রতিবেদন তৈরি করবেন।মনিটরিং সেল আগামী ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা কক্সবাজার জেলার ৪টি সংসদীয় নির্বাচনি আসনের সংখ্যালঘু এলাকা গভীরভাবে পর্যবেক্ষন করবেন বলে জানান পরিষদের জেলা সভাপতি ও সেলের আহবায়ক অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু।

পরিষদের জেলা মনিটরিং সেলকে সার্বিক সহযোগিতা করতে কক্সবাজার জেলার ৯ টি উপজেলা ও ইউনিয়ন কমিটি গুলোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন, পরিষদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।