নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌরসভার এবিসি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।
শপথ গ্রহণকারীরা হলেন, সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোঃ জিয়াবুল হক, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেদুল হক, অর্থ সম্পাদক সজিত দাশ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক নয়ন দেবনাথ, ক্রীড়া ও সমাজ কল্যাণ মোঃ মোরশেদুল আলম, কার্যকরী সদস্য আকতার কামাল, মোহাম্মদ আজিজুল হক ও মোরশেদুল আলম।
সোমবার (১ জানুয়ারি) রাতে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি ও পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজ, দখলবাজসহ কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। এই শহর আপনার আমার সবার। নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যেখানেসেখানে আবর্জনা ফেলবেন না।
পৌরমেয়র বলেন, ব্যবসায়িদের জন্য আমার দরজা সর্বদা উন্মুক্ত। যে কোন প্রয়োজনে আমার কাছে আসবেন। সমস্যা মোকাবেলায় নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। অন্যজনকে সুযোগ দেওয়া যাবে না। সুযোগ পেলে ক্ষতি করবে।
নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক ফিরোজ আহমদ ওসমানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন আহমদ চৌধুরী, ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, মোস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব নুরুল কবির চৌধুরী।
নির্বাচন পর্যবেক্ষক ও ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ফেডারেশনের সহসাধারণ সম্পাদক খালেদ উমর রানা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আবুল কালাম, বড় বাজার মসজিদ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ব্যবসায়ী নেতা হুমায়ুন কবির, দুখুলুল ইসলাম সোহাগ, মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ফেডারেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।
নির্বাচন কমিশনের সদস্য ও ভোট গ্রহণ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
তারা দায়িত্ব পালনে নবনির্বাচিত পরিষদসহ সকল স্তরের ব্যবসায়ীদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে উৎসাহপূর্ণ নির্বাচনের জন্য সকল প্রার্থী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের অন্তর্ভুক্ত এবিসি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গত বছরের ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।