সংবাদ বিজ্ঞপ্তি:
১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ফিশারি ঘাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটির সভাপতি ওমর সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চিশতির স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া প্রস্তুতি সভায় আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, জানে আলম পুতু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, মমতাজ আহমদ, ফজল করিম, রফিকুল ইসলাম, আমান উল্লাহ, আবু বক্কর, লিয়াকত, এডভোকেট মনির উদ্দিন, মোহাম্মদ হানিফ, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সভায় কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।