হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালীতে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের ইউনিয়ন পরিষদ সম্পকিত মৌলিক প্রশিক্ষণ কোর্স শেষে সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্হানীয় সরকার ইনিস্টিউট (এন আই এলজি) আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রবিবার ১৪ জানুয়ারি-২০২৪ থেকে ১৫ তারিখ পর্যন্ত দুই দিন ব্যাপি স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনায় কোর্স শেষে আজ সদন প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআইএলজি যুগ্মসচিব ও কর্মসূচি ও মুল্যায়ন পরিচালক মো.শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল প্রমূখ।
এতে উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ৮ জন, সংরক্ষিত নারী সদস্য ২৪, ইউপি সদস্য ৭২ জন ও ইউনিয়ন পরিষদ সচিব ৫ জন’সহ মোট ১০৯ জন অংশ গ্রহণ করে পরে কোর্স শেষে সনদ প্রদান করা হয়।