এম বশির উল্লাহ, মহেশখালী:

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা.সানজিদা শহীদ টুম্পা মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বপ্রাপ্ত হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. মোহাম্মদ আজমল হুদা।

সিভিল সার্জন, কক্সবাজারের স্মারক নং- সিএস/কক্স/প্রশাঃ/২০২৪/৩৮৯/৯, তারিখ: ০৮/০১/২০২৪খ্রি. মূলে এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব দেয়া হয়।

মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভার কৃতি সন্তান ডা. মোহাম্মদ আজমল হুদা ৪২তম বিসিএস ক্যাডার হতে ৫২১ মেধাক্রম নিয়ে মেডিকেল অফিসার হিসেবে বিগত ২০২২ সালে মহেশখালী হাসপাতালে যোগদান করেন। তাছাড়াও, মেডিকেল অফিসার আইসিটি হিসেবে বিগত ২ বছর যাবৎ নিষ্টা ও সফলতার সাথে দায়িত্ব পালন ও মহেশখালীবাসীকে অক্লান্ত সেবা দিয়ে সুনাম কুড়িয়েছেন।

ডা. মোহাম্মদ আজমল হুদা আবাসিক মেডিকেল অফিসার হওয়ায় সফলতা কামনা করে মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন মহল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে ডা. মোহাম্মদ আজমল হুদা বলেন- “আমাকে দায়িত্ব দেয়ায় মান্যবর সিভিল সার্জন, কক্সবাজার ডা. বিপাশ খীসা মহোদয় ও মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো: মাহফুজল হক মহোদয়, ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডাঃ আজমল হুদা মহেশখালী পৌরসভার কলেজ পাড়া এলাকার মোঃ রশিদের পুত্র।