মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি শুক্রবার (১৯ এপ্রিল) পেকুয়া আসছেন।
প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ১০ টায় সড়কপথে চট্টগ্রাম থেকে কক্সবাজারের পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। পথিমধ্যে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিন বিকেল ৩ টায় প্রতিমন্ত্রী পেকুয়া ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে পেকুয়া ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব ড. মোহাম্মদ নাজমুল হক প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।