মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কায়সারুল হক জুয়েল। অনলাইনে তিনি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

কায়সারুল হক জুয়েল রোববার ১৪ এপ্রিল রাতে তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসটি লাইক, কমেন্ট, শেয়ারে ভরে গেছে।

কায়সারুল হক জুয়েলের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে
অনলাইনে মনোনয়ন পত্র
জমা দিলাম ফি আমানিল্লাহ্!!”

কায়সারুল হক জুয়েল বর্তমানে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে.এম মোজাম্মেল হক এর কনিষ্ঠ সন্তান।

প্রসঙ্গত, আগামী ২১ মে কক্সবাজার সদর কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আগামী ২১ এপ্রিল রোববার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার সদর উপজেলায় মোট ২২২৯৯৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১১৯২৯৪ জন পুরুষ ভোটার এবং ১০৩৭০২ জন মহিলা ভোটার।