কুতুবদিয়া প্রতিনিধি:
বাংলাদেশ প্রতিদিন ও এশিয়া টেলিভিশনের প্রতিনিধি মো. মিজানুর রহমানকে দিনদুপুরে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় দ্বিতীয় আসামি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমগীর খান মাতবর হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ এপ্রিল) সকালে কুতুবদিয়া আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী এ আদেশ দেন।
জানা গেছে, কৈয়ারবিল মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের উপর হামলাসহ তাদের লাশের মাংস খুজে না পাওয়ার প্রকাশ্যে হুমকির একটি ভিডিও বাংলাদেশ প্রতিদিন ও এশিয়া টেলিভিশনের প্রতিনিধি মো. মিজানুর রহমানের হাতে পৌছে। এর প্রেক্ষিতে সংবাদ প্রকাশে জন্য ভিডিওটি যাচাই-বাছাই করতে জড়িতদের সাথে গত বৃহস্পতিবার যোগাযোগ করলে হুমকি দেন সভাপতি আওরঙ্গজেব মাতবর। এটিকে ইস্যু করে পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামরা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি দেশীয় অস্ত্রের মাধ্যমে হামলা চালায়। এঘটনায় কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেবকে প্রধান আসামি ও আজমগীর খান মাতবরকে দ্বিতীয় আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন সাংবাদিক মিজানুর রহমান।
চট্টগ্রাম পাহাড়তলি চক্ষু হাসপাতাল: নিষিদ্ধ করল কর্মচারীদের বোরকা ও নেকাব পরা
এদিকে, সাংবাদিক হত্যাচেষ্টার ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিমকে আটকের একদিন মাথায় জামিন দেওয়ায় হতাশ হয়েছে দ্বীপের সচেতন মহল। তারা জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা নাহলে অপরাধীরা পার পেয়ে যাবে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।