সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শীতের রাতে ২০০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র ও খাবার দিয়েছে মানবিক সংস্থা হামিম মফিজ ফাউন্ডেশন।
শুক্রবার (১২ জানুয়ারী) রাত ৯ টার থেকে গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল, সদর উপজেলা চত্বর, কলাতলী, সুগন্ধা সৈকত, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বাজারঘাটা, বদর মোকাম, সদর হাসপাতাল সড়কসহ বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষদের মাঝে গরম কম্বল ও প্যাকেটজাত খাবার তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক জয়নাল আবেদিন। কনকনে শীতের রজনিতে শীতবস্ত্র ও খাবার পেয়ে বেশ খুশি অসহায় মানুষগুলো। তারা হামিম মফিজ ফাউন্ডেশনের জন্য প্রাণভরে দোয়া করেন। এসময় হামিম মফিজ ফাউন্ডেশনের কর্মী মোঃ আবদুল করিম, আবু শমা আজাদ, আরাফাত হোসেন, রাকিব হোসেন, আলাউদ্দিন ও সলিমুল্লাহ সলিম উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে হামিম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, শীতবস্ত্র ও খাবার বিতরণ নতুন কোন কাজ নয়। এরকম মানবিক তৎপরতা বছরজুড়েই রয়েছে। রমজান ও কুরবানির মৌসুমে আরো অনেক বৃহৎ কর্মসূচী হাতে নিয়ে থাকে হামিম মফিজ ফাউন্ডেশন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।