দেলওয়ার হোছাইন,পেকুয়া:

মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই এই প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় পেকুয়া উপজেলার দুই চির প্রতিদ্বন্দ্বী পেকুয়া-বারবাকিয়া ইউনিয়নের যুবকদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে বারবাকিয়া বোধামাঝিরঘোনা ভাই ভাই একতা সংঘের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এতে বারবাকিয়া ফুটবল একাদশ কে তিন এক গোলে হারিয়ে পেকুয়া ফুটবল একাদশ জয় লাভ করেন।

অনুষ্ঠিত ফাইন ম্যাচের সভাপতির বক্তব্যে বীীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আখতারুজ্জামান চৌধুরী বলেন, পেকুয়া বারবাকিয়া ইউনিয়নের মানুষদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমাদের এ আয়োজন।

এসময় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন আয়োজক কমিটির প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ।

বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাফর আলম,ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসময় পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার উৎসক দর্শক অনুষ্ঠিত ফুটবল ম্যাচটি উপভোগ করেন।