প্রেস বিজ্ঞপ্তিঃ
মাঠবর্তি ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসব মুখর পরিবেশে মাছুয়াখালী ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ১ম আসর উদ্বোধন হয়েছে। সদর উপজেলার পিএমখালীর মাছুয়াখালী বাজারের পূর্ব পার্শ্বস্থ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৭ জানুয়ারী ২০২২ তারিখ বিকাল ৩ ঘটিকায় উদ্বোধন হয়।
আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পায়রা উড়িয়ে প্রানবন্ত অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কক্সবাজার ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত দু’টি দল “ মাছুয়াখালী তরুন ফুটবল দল
বনাম ডিকেএফসি” ধাওনখালী। খেলার মাঠের ৪ পাশে হাজারো ক্রীড়া প্রেমীদের করতালি ও বাধ্যযন্ত্রে খেলোয়াড়রা ক্রীড়া প্রেমী দর্শকদের মন মাতিয়েছেন।
খেলায় মাছুয়াখালী তরুন ফুটবল দল কে ২-০গোলে হারিয়ে প্রথম দিনে বিজয় লাভ করেন ডিকেএফসি ফুটবল দল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্র্যুনাল-২ এর স্পেশাল পি.পি,কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, পরিছন্ন রাজনীতিবিদ এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল আজিম, পি এমখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ,জেলা ছাত্রলীগ নেতা ফারিছ চৌং,রহমান কাজল,পি,এম,খালি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাহেদ।
টুর্নামেন্ট পরিচালনা সংস্থার সভাপতি মোঃ ওমর ফারুখ এর তত্বাবধানে পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ বি. কম সভাপতিত্বে জেলা ধারা ভাষ্যকার মাষ্টার আবু তাহের মিছবাহ পরিচালনায় ও প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সদর আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, হারুনর রশীদ টিপু, পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কালাম, ৯ নং পিএমখালীর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মনছুর আলম, ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, এছাড়াও জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি এ কে এম রিদওয়ানুল করিম, কমিউনিটি পুলিশিং নেতা শাহজাহান, আনছার উল্লাহ, বেদার,সাইফুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।