ক্রীড়া প্রতিবেদক:
ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে প্রথম ম্যাচে জয় পেয়েছে চৌফলদন্ডী ক্রিকেট একাদশ। বৃহস্পতিবার সকাল ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে শহরের হট ফেভারিট রাখাইন ফেসবুক ক্লাবকে ৫ উইকেটে হারায় দলটি।
ট্রসে জিতে ব্যাটিং করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে পড়ে ৮৬ রানে গুটিয়ে যায় রাখাইন ফেসবুক ক্লাবের ইনিংস। দলের পক্ষে আতারী ২১ ও ওয়ানশে ১২ রান করে। চৌফলদন্ডীর মংক্য ওয়ান ৩টি, থেন ওয়ান ২টি, জ নাই ১টি, আউ ১টি, ক্যওয়ান ১টি উইকেট লাভ করে। ৮৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১১ ওভারে জয়ের বন্দরে পৌছে যায় চৌফলদন্ডী ক্রিকেট একাদশ। দলের হয়ে মংবা ছিন ৪২ রান করে। ম্যাচ সেরা হয় মংবাছিন।
সকাল ১১টায় দিনের অপর ম্যাচে চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া ক্রিকেট একাদশকে ৯ রানে হারিয়েছে রানিং চ্যাম্পিয়ন রাজধানী ফ্রেন্ডস সার্কেল। ট্রসে জিতে ৭৯ রান করতে সক্ষম হয় রাজধানী ফ্রেন্ডস সার্কেল। দলের পক্ষে উছ লাইন ২১ ও জনাই ১১ রান করে। চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়ার অং ছেন ৪টি ও জ থেন উ ৩টি উইকেট লাভ করে। ৮০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে বসে। এতে নিশ্চিত হয় পরাজয়। দলের পক্ষে সবোর্চ্চ অংছেন ১৭ রান করে। রাজধানীর পক্ষে জ নাই ৪টি, ওয়ানশে ৩টি ও থোইন সিং ১টি উইকেট পায়।
ম্যাচ সেরা হয় রাজধানী ফে্্রন্ডস সার্কেলের অল রাউন্ডার জ নাই। ম্যাচ সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জহিন, আবুরী, নাই নাই, ওয়ানশেসহ অন্যান্য নেতৃবৃন্দ।