আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ এক মাহমুদুর রহমান মাহাবু প্রকাশ মোহাম্মদ (২০) কে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া বাজারের সাদেক খলিল বেকারীর সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক যুবক হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৯নং ওয়ার্ডের মিস্ত্রি পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মাহমুদুর রহমান মাহাবু প্রকাশ মোহাম্মদ (২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শাহপরীরদ্বীপের মিন্ত্রি পাড়া বাজারস্থ সাদেক খলিল বেকারীর সামনে মাদক বিরোধী একটি পরিচালনা করা হয়। টেকনাফ বিশেষ জোনের একটি টিম অভিযানের সময় আটক যুবকের দেহ ও ডান হাতের শপিং ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।