ক্রীড়া প্রতিবেদক:
ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে দারুণ জয়ের স্বাদ পেল বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স। সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে নিজেদের প্রথম ম্যাচে হট ফেভারিট ক্যাংপাড়া রেইনবো ওয়ারিয়র্সকে ১ উইকেটে হারায় তারা। ট্রসে জিতে ব্যাট করতে নেমে ১১৬ রানের টার্গেট দেয় ক্যাংপাড়া রেইনবো ওয়ারিয়র্স। দলের পক্ষে উসিন জ্য ২৫, জিয়া ১৬, থেন থেন নাই ১৪ ও হ্লা হ্লা ১৩ রান করে। বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্সের ওয়ান জ ৩টি, ছেন হেন ২টি, উলামং ও আবুরি ১টি করে উইকেট লাভ করে। ১১৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সৃষ্টি হয় রোমাঞ্চকর মুহুর্ত। টান টান উত্তেজনায় প্রয়োজন ছিল ৩ বলে ৫ রান। সেই মুহুর্তে বড় বাজার চ্যালেঞ্জার্সের অধিনায়ক মং ছেন য়াইনের আকাশচুম্বি ছক্কায় জয়োল্লাসে ফেটে পড়ে দলের খেলোয়াড় ও সমর্থকেরা। দলের পক্ষে মং ম ২৯, ছেন হেন ২১ ও জ জ ১৩ রান করে। ২ উইকেট ও ব্যক্তিগত ২১ রান নিয়ে ম্যাচ সেরা হয় বিজয়ী দলের ছেন হেন।
দুপুর ১টায় দিনের অপর ম্যাচে চৌফলদন্ডী ক্রিকেট একাদশকে ১০৪ রানে বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ। ট্রসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চৌফলদন্ডী। নির্ধারিত ১৬ ওভারে খেলতে নেমে প্রতিপক্ষের বোলারদের পাত্তাই দেননি মহেশখালীর ব্যাটসম্যানরা। ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তারা। দলের পক্ষে আউ ৪৭, সানি ৪০, মংছিন নে ৩৩ ও ক্য থেনরী ৩১ রান করে। চৌফলদন্ডীর থেন থেন ওয়ান ২টি ও বাবু ১টি উইকেট লাভ করে। ১৬৬ রানের টার্গেট ভাঙতে গিয়ে ৬০ রানে থেমে যায় চৌফলদন্ডীর তরী। দলের পক্ষে একাই হাল ধরে ৩৭ রান করে কো কো ওয়ান। মহেশখালীর ক্য থেনরী ৩টি, সানি ২টি, ওয়ানমং ২টি ও ক্য লাইন ১টি উইকেট লুফে নেয়। ৪০ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় সানি।
ম্যাচ সেরাদের হাতে ক্রেস তুলে দেন ম্যাচ সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এমএ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জ জ ইয়ুদি, সহ—সভাপতি উথান্ট অং, সাধারণ সম্পাদক জ জ রাখাইন।
১৫ ফেব্রুয়ারী প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স বনাম রড় বাজার সুপার কিংস।