ক্রীড়া প্রতিবেদক:
ঘনিয়ে আসছে ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবের পর্দা নামার। উৎসবের ক্রিকেট ইভেন্টে স্বপ্নের ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিক বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্সকে ৯ রানে হারায় মহেশখালী। ট্রসে জিতে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের দাপটের মুখে পড়তে হয় মহেশখালীকে। যার কারণে নির্ধারিত ওভারে ১৩৫ রানে থামতে হয় তাদের। দলের পক্ষে আউ ২৭, থেউ ২৩, ক্য থেনরী ১৫ ও আথিশে ১৩ রান করে। বড় বাজারের ওয়ান জ্য ২টি, আবুরী ২টি উলামং ১টি ও ছেন হে ১টি উইকেট লুপে নেয়।
১৩৬ রানের জবাবে খেলতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্সের। মহেশখালীর রাক্ষুসে বোলারদের তীক্ষè চোখ ছিল উইকেটে। তবুও এগিয়ে যায় বড় বাজারের ব্যাটসম্যানরা। জয়ের বন্দরে পৌঁছতে ৬ বলে ১৩ রান লাগলেও তা নিতে ব্যর্থ হয় তারা। ফলে স্বপ্নের ফাইনের যাওয়ার উল্লাসে মেতে উঠে মহেশখালী শিবির। বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্সের ছেন হে ৩৭, উসেনমি ২৮ ও ওয়ানজ্য ১২ রান করেন। মহেশখালীর অংটেন ওয়ান ২টি ক্যথেনরি ২টি ও আউ ১টি উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হয় মহেশখালীর দলনায়ক আউ।
তাকে ম্যাচ সেরার ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জ জ ইয়ুদি, উথান্ট অং, সাধারণ সম্পাদক জ জ রাখাইন ও জলাইন।
খেলা পরিচালনা করেন এম. নুরুল আলম, নাসিফ আদ্দিয়াত ও সেলিম।