মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া:

চট্টগ্রাম বিভাগের জনগনের সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা নিরসন প্রকল্পের আওতায় সোস্যাল হ্যাকাতন -২২ এর ধারণা বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইয়াং স্টার সোসাইটির কতৃক পরিচালিত ঢেমুশিয়া সুপার লীগ (DSL)-২০২২ (ক্রিকেট টুর্নামেন্ট) এর সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলা তুষার ক্রিকেট একাদশ বনাম আবুল কাশেম ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। তুষার ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৭২ রান সংগ্রহ করে।কাশেম ক্রিকেট একাদশ ৭৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৩ রানে অল আউট হয়ে যায়।ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তুষার ক্রিকেট একাদশের মোহাম্মদ মোজাহিদ হোসেন মানিক,ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় তুষার ক্রিকেট একাদশের সাইফুল ও সেরা বোলার নির্বাচিত হয় কাশেম ক্রিকেট একাদশের মোহাম্মদ আবদুল্লাহ।

উক্ত ফাইনাল খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি নুরুল আজিজের সভাপতিত্বে ও ঢেমুশিয়া ইয়াং স্টার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম.মঈনুদ্দিন আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুল জলিল, ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি ও ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হাফিজ, ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব মোস্তাফা লিমন, নোঙর প্রোগ্রাম অফিসার শাহাদাত হোসেন, ঢেমুশিয়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আজমগীর মুছা,ঢেমুশিয়া ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম,ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদ সিনিয়র সদস্য হুমায়ুন কবির রুবেল,ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সাধারণ সম্পাদক হোছাইন মোহাম্মদ আতিক, ঢেমুশিয়া নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ঢেমুশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল কাদের, ঢেমুশিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার হামিদ, ঢেমুশিয়া লালিত স্বপ্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কাশেম এবং মানবিক বাংলাদেশ সোসাইটির মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যুগ্ন-সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

উক্ত ফাইনাল খেলা শুরুর আগে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে এবং অতিথিবৃন্দরা উগ্রবাদ মুক্ত সমাজ গড়ার উপর জোর দেন।

উক্ত টুর্নামেন্টে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে ঢেমুশিয়া ইয়াং স্টার সোসাইটির সদস্যরা।

সার্বিক সহযোগিতায় ইপসা সিভিক কনসোর্টিয়াম বাস্তবায়নেঃ-নোঙর।