এস.এম.জুবাইদ,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ার টৈটং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন গত আসরের চ্যাম্পিয়ান দল পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি বনাম চকরিয়া কৈয়ারবিল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলা টৈটং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চকরিয়া কৈয়ারবিল ফুটবল একাডেমিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি তথা ইউসুফ রুবেলের দল। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চকরিয়া কৈয়ারবিল ফুটবল একাডেমির ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন।
প্রথমার্ধের খেলা শুরু হওয়ার ৯ মিনিটের মাথায় ৯নং জার্সি পরিহিত ইকবালের দেওয়া গোলে এগিয়ে যায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি। খেলার ১৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলে খেলা। খেলার ২৫ মিনিটের মাথায় কৈয়ারবিল ফুটবল একাডেমির হয়ে গোল করে ব্যবধান কমান ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন।২-১ গোলে ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি।
খেলার দ্বিতীয়ার্ধে শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে। উভয় দলই গোল পেতে মরিয়া হয়ে উঠে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত নির্ধারিত ৬০ মিনিটের খেলা শেষে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টৈটং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, টৈটং ইউনিয়ন আ’লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, টৈটং ইউপি সচিব আব্দুল আলীমসহ আরো অনেকেই।