দেলওয়ার হোছাইন, পেকুয়া;

কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃ ইউনিয়ন স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন অনুষ্টিত হয়েছে।

রবিবার ১৩ মার্চ বিকালে উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমার সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ম্যাচে পেকুয়া সদর পূর্ব জোন ফুটবল একাদশ বনাম শিলখালী ফুটবল একাদশ এর মধ্যকার খেলায় ২/১গোলে হারিয়ে পেকুয়া সদর পূর্বজোন ফুটবল একাদশ জয়ী হয়।

পেকুয়া উপজেলার আওতাধীন ৭ টি ইউনিয়নের মধ্যে পেকুয়া সদর ইউনিয়নকে পূর্ব ও পশ্চিম জোন ভাগ করে গঠিত ৮ টি টিম টুর্ণামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সদস্য এস এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল,চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম,পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন বাদশা, মোহাম্মদ, কাজিউল ইনসান, মাস্টার নুর মোহাম্মদ প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে বক্তারা বলেন, ,নিয়মিত খেলাধুলায় পারে নতুন প্রজন্মকে একটি সঠিক রাস্তা দেখাতে তাই গ্রাম পর্যায়ে আরো বেশি করে খেলাধুলার চর্চা বাড়াতে হবে, একই সাথে স্বাধীনতা সংগ্রামের সমস্ত অর্জনকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার উৎসুক দর্শক উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।

সোমবার ১৪ মার্চ বিকাল ৩ টায় টুর্ণামেন্টের ২য় ম্যাচ মগনামা বনাম রাজাখালী মধ্যেকার খেলা পেকুয়া শহীদ জিয়া কলেজ মাঠে অনুষ্টিত হবে । ম্যাচটি দেখার জন্য সকল সকল ক্রীড়ামোদী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থা ।