চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ষোলশহর বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের আটকে দিয়েছে পুলিশ।
কালুঘাটে যেতে না পারলেও চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে বিএনপির জনসভায় যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা থেকে আসা নেতাকর্মীরা।
নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, বিজয় উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলেন। কিন্তু ষোলশহর মোড়ে পুলিশের বাধায় আর যেতে পারেননি।
স্বাধীনতা দিবস উপরক্ষে রোববার দুপুরে নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে কালুরঘাট বেতার কেন্দ্রে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এরপর পাল্টা কর্মসূচি হিসেবে রোববার সকাল থেকেই সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ।
পুলিশের পক্ষ থেকে দুই দলের কাউকেই সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে শনিবার রাতে জানানো হয়। এরপর রাতে সিদ্ধান্ত বদলে নগরীর পলোগ্রাউন্ডে জনসভার কর্মসূচি দেয় বিএনপি।
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান রাতে বলেন, “গণতান্ত্রিক কর্মসূচি পালনের মত কোনো পরিবেশ-পরিস্থিতি দেশে নেই। বিপ্লব উদ্যানেও অনুষ্ঠানের অনুমতি চেয়েছিলাম, দেয়নি। এখন আমরা পলোগ্রাউন্ডে জনসভা রেখেছি।”
একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণে কোনো দলকেই অনুমতি না দিয়ে রোববার কালুরঘাটের পথে সতর্ক অবস্থান নেয় পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার মোখলেসুর রহমান বলেন, “মীর্জা ফখরুলের কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়ার অনুমতি ছিল না। দলের পক্ষ থেকেও বলা হয়েছিল সেখানে তারা যাবেন না। শুধু বিপ্লব উদ্যানে ফুল দেবেন।
“কিন্ত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে তারা কথা না রেখে কালুরঘাটের দিকে যেতে চেয়েছিলেন। সেজন্য তাদের যেতে দেওয়া হয়নি।”