নীতিশ বড়ুয়া, রামু:
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে বিজয়ী হয়েছে ‘প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল। ট্রাইব্রেকারে‘প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ৪-১ গোলে ‘আবীর বড়ুয়া স্মৃতি ফুটবলদলকে’ পরাজিত করেছে। এতে জয়ী দল দুই পয়েন্ট ও পরাজিত দল একপয়েন্ট অর্জন করেছে। উদ্বোধনী খেলায় ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন, প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের আবুল মনছুর ও আবীরবড়ুয়া স্মৃতি ফুটবল দলের বিজন বড়ুয়া। রামু সোনালী অতীত ফুটবলক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী দিনেই রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগকে ঘিরে সাবেক ফুটবল খেলোয়াড় ও ফুটবল ক্রীড়া অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকালে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘রামু সোনালীঅতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২’ উদ্বোধন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার উন্নয়নকর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) মো. ফোরকান আহমদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হক, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, বাঁচা মিয়া চৌধুরী ফাউন্ডেশন চেয়ারম্যান রুস্তম আলী চৌধুরী। শুভেচ্ছা বক্তৃতা করেন, রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ পরিচালনাকমিটির আহ্বায়ক রাজু বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, রামুসোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ পরিচালনা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশার বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লীক, সৌদি আরব রামু সমিতির সভাপতি জুবাইর ভূট্টো, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসাইন সিকদার প্রমূখ।
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের উদ্বোধনী দিনে, নির্ধারিত সময়ে উভয় দল দাপটের সাথে খেলেও খেলার শেষ মিনিট পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। এতে ট্রাইব্রেকারে নিষ্পত্তি করা হয় উদ্বোধনী খেলাটি। ফলে জয়-পরাজয়ে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করেনেয়।খেলা পরিচালনায় মো. আলী হোসাইন রেফারি, নেজাম উদ্দিন, মিল্টন দত্ত ও সংগীত বড়ুয়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনকরেন। খেলার ধারাভাষ্যে ছিলেন, ওমর ফারুক মাসুম।
উদ্বোধনী খেলায় ‘প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল:
মো. নুরুল্লাহ(অধিনায়ক), রাজু বড়ুয়া (গোলরক্ষক), টিটু বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, খালেদ শহীদ, আবুল মনছুর, প্রণয় বড়ুয়া পদ্ম, কাউছার উল হক, সুলকবড়ুয়া, পলাশ বড়ুয়া, মো. ইসহাক পাখি। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, সবুজ বড়ুয়া, নুরুল আলম, আবদুর রহিম, শামশুল আলম, রবীন্দ্রশর্মা, আবু বক্কর ছিদ্দিক, ইসকান্দর মীর্জা, দেব প্রসাদ বড়ুয়া টিপু, প্রমতোষ বড়ুয়া, পুলক বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান, অসিত পাল, নুরুলহক চৌধুরী, নুরুল কবির হেলাল।
আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল:
অরুন বড়ুয়া (অধিনায়ক), বিপুলবড়ুয়া আব্বু (গোলরক্ষক), রিটু বড়ুয়া, ফরিদুল আলম, শফিউল আলমলালু, জাহেদ, ডেবিট বড়ুয়া, চম্পক বড়ুয়া, শিপন বড়ুয়া, বিজন বড়ুয়া, চঞ্চল বড়ুয়া। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, অমিয় বড়ুয়া, সুরেশ বড়ুয়া, শাহ আলম, ফরিদুল আলম, উজ্জ্বল বড়ুয়া, শামশুল আলম, ছিদ্দিকআহমদ, সুবীর বড়ুয়া বুলু, মো. শহীদুল্লাহ, পরিতোষ বড়ুয়া, তরুনবড়ুয়া, জীবক বড়ুয়া।
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের দ্বিতীয় দিনশনিবার (২ এপ্রিল) বিকালে রামু স্টেডিয়ামে ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবলদল‘ বনাম ‘ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।