প্রযুক্তি ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে ১০ হাজার মানুষকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তারা ‘‘মেটাভার্স’’ নামের প্রযুক্তি নিয়ে কাজ করবেন।
মেটাভার্স হলো ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিকে উপভোগ করার একটি পদ্ধতি। এই প্রযুক্তিকে পৃথিবীর “ভবিষ্যৎ” হিসেবে দেখছে ফেসবুক।
সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সোশ্যাল মিডিয়া জায়ান্ট কর্তৃপক্ষ জানায়, তারা জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোতে উচ্চ বেতনে দক্ষ প্রকৌশলী নিয়োগ করার পরিকল্পনা করছে।
ফেসবুকের হেড অব গ্লোবাল অ্যাফেয়ার প্রধান নিক ক্লেগ এবং সেন্ট্রাল প্রোডাক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেভিয়ার অলিভান, রবিবার (১৭ অক্টোবর) রাতে এক ব্লগ পোস্টে বলেন, “ইউরোপ ফেসবুকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
“ইইউতে হাজার হাজার কর্মচারী থেকে শুরু করে লাখ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান আমাদের অ্যাপস এবং টুলস ব্যবহার করে। বড় বড় ইউরোপীয় কোম্পানি এবং বৃহত্তর অর্থনীতির সাফল্যে ফেসবুকের সংশ্লিষ্টতা রয়েছে। সে কারণে ইউরোপও আমাদের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ।”
গত জুলাই মাসে, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, মেটাভার্স একটি শব্দ যা ডিজিটাল জগতের বর্ণনা দিতে ব্যবহার করা হয়ে থাকে। যেখানে একাধিক মানুষ একটি থ্রিডি জগতের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।
ইতোমধ্যে মাইক্রোসফট, রব্লক্স এবং এপিক গেমস সহ বেশ কয়েকটি কোম্পানিতে মেটাভার্সের নিজস্ব সংস্করণের জন্য ব্যাপক বিনিয়োগ করেছে।
ক্লেগ এবং অলিভান বলেন, “আমরা মেটাভার্সকে বাস্তব জীবনে নিয়ে আসার লক্ষ্যে কাজ শুরু করেছি। তাই নিয়োগের অংশ হিসেবে আমরা সঠিক মানুষ এবং সঠিক বাজার খুঁজে পেতে ইউরোপীয় সরকারগুলোর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।