সংবাদদাতা:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তারা হলেন, এসএম তারেকুল হাসান (দৈনিক কক্সবাজার) ও মো: মিজানুর রহমান আজাদ (দৈনিক সৈকত)।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের দিন।
নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সেলিম উদ্দিন (দৈনিক আজকের দেশবিদেশ)। তবে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তিনি সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এই ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
একমাত্র ভোট হবে সাধারণ সম্পাদক পদে। এই পদে প্রার্থী হিসেবে রয়েছেন নাছির উদ্দিন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার) ও আতিকুর রহমান মানিক (দৈনিক নয়া দিগন্ত)।
আগামী ২৮ জুন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অজাদ মনসুর। সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোছাইন ও সেলিম উদ্দিন।
এদিকে, ঈদগাঁও উপজেলার মূল ধারার সাংবাদিকদের বুনিয়াদী সংগঠন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া পাড়া ও উপজেলার সচেতন মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।