আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) বিকাল ৩ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি উপস্থিত সদস্যদের সামনে উপস্থাপন করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আজাদ মনসুর। পরে উপস্থিত সদস্যরা নির্বাচন অনুষ্ঠান বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। এর উপর ভিত্তি করে নির্বাচন পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে ও সদস্য সেলিম উদ্দিনের পরিচালনায় সভায় তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ২৪ জুন তফসিল ঘোষণা ও ২৮ জুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত উপস্থিত সদস্যদের অবগত করেন। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ), বিদায়ী কমিটির সভাপতি এসএম তারেক(দৈনিক কক্সবাজার), বিদায়ী সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান আযাদ(দৈনিক সৈকত), গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন আল নোমান ( দৈনিক আজকের কক্সবাজার),কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী,নুরুল আমিন হেলালী(দৈনিক কক্সবাজার একাত্তর), আতিকুর রহমান মানিক(দৈনিক নয়া দিগন্ত), এইচএন আলম(দৈনিক হিমছড়ি) প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।