জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা শহরের ছিন্নমূল পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “প্রতিচ্ছবি” । আজ ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ,রমনা পার্ক, হাইকোর্ট চত্বর ,চত্বর মৎস্য ভবন এলাকায় প্রতিচ্ছবি’র কর্মীরা পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে পথ শিশুদের নিয়ে একসাথে ইফতার করেন প্রতিচ্ছবির কর্মীরা। সামাজিক সংগঠন ‘প্রতিচ্ছবি’ লন্ডন প্রবাসী বাংলাদেশী মাসুদুর রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। আজ ইফতারের পূর্বে সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান অনলাইনে ভিডিও কলে উপস্থিত ছিলেন । তিনি ভবিষ্যতে পথশিশুদের কে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করবে প্রতিশ্রুতি দেন।
আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ‘প্রতিচ্ছবি’র আহবায়ক- রিয়াদ হোসেন,যুগ্ম আহবায়ক- নাদিম খান নিলয়, যুগ্ম আহবায়ক- এ.কে.এম. রাজন ,যুগ্ম আহবায়ক- সাজ্জাদুর রহমান রাফি, যুগ্ম আহবায়ক- আফজাল সজল,যুগ্ম আহবায়ক- কাজী ফারজানা সহ প্রতিচ্ছবীর অন্যান্য নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।