মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু’র ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দক্ষিন মিঠাছড়ি নাগরিক ফোরামের ঈদ পুণর্মিলনী শনিবার ৭ মে অনুষ্ঠিত হবে। সাগর পাড়ের কলাতলী প্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফে তে এই ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হবে।
“বাধন হোক প্রাণে প্রাণে শিকড়ের টানে” এ প্রত্যয়ে নিরন্তর পথচলা দক্ষিন মিঠাছড়ি নাগরিক ফোরামের উক্ত ঈদ পুণর্মিলনীতে অংশ নিতে ফোরামের সভাপতি এডভোকেট দীলিপ কুমার ধর ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম ফরিদ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।