ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার সংক্ষিপ্ত তালিকা দেখে হতাশ হবেন মেসি-নেইমারের ভক্তরা।
তাতে পিএসজি তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের নাম উঠলেও নেই ব্রাজিল ও আর্জেন্টিনার সময়ের দুই সেরা তারকা।
চলতি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় লিওনেল মেসি ও নেইমার জুনিয়র জায়গা পাননি এ তালিকায়।
এদিকে ফ্রেঞ্চ প্লেয়ারস ইউনিয়নের (ইউএনএফপি) এ পুরস্কারের তালিকার পাঁচজনের মধ্যে এমবাপ্পেকেই ফেভারিট মানা হচ্ছে। চলতি মৌসুমে এরইমধ্যে ২৫ গোলের পাশাপাশি ১৫ এসিস্ট রয়েছে এমবাপ্পের। তার নৈপুণ্যেই দশম ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে প্যারিসের দলটি।
সেই তুলনায় মেসি-নেইমারদের পারফরম্যান্স অনেকটাই ম্লান। চলতি মৌসুমে চার গোলের পাশাপাশি ১৩ এসিস্ট করেছেন মেসি। অন্যদিকে নেইমারের নামের পাশে রয়েছে ১১ গোল ও ছয় অ্যাসিস্ট।
বর্ষসেরায় এমবাপ্পের প্রতিদ্বন্দ্বীরা হলেন – রেনের ফরোয়ার্ড মার্টিন টেরিয়ের (২১ গোল), মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েডার (২১ গোল), মার্শেইর ফ্রেঞ্চ মিডফিল্ডার দিমিত্রি পায়েট ও লিয়নের ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েতা।
বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজ ডোনারুম্মা। এছাড়া বাকি চারজন হলেন নিসের ওয়াল্টার বেনিতেজ, মার্শেইর পাউ লোপেজ, স্ট্রাসবর্গের ম্যাটজ সেলস ও নন্তের আলবান লাফন্ত।
তথ্যসূত্র: গোল ডট কম
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।