বার্তা পরিবেশকঃ

সকল ফিতনা,ফাসাদ, নৈরাজ্যবাদ, পাপাচার,কলহ, ভেদাভেদ দূর হয়ে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি হউক আগামীর অগ্রযাত্রা ।

“তোতকখালী ছ’ভাইয়ের স্মৃতি সংসদ”পি,এম খালী কক্সবাজারে বর্ণিল ও জমজমাট আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকল সম্মানিত সদস্যদের উপস্থিতিতে এ পুনর্মিলনী অনুষ্ঠান ঈদ আনন্দের চিরচেনা রূপ খুঁজে পায়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক সংগঠন সদস্যদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তোতক খালী ছ,ভাইয়ের স্মৃতি সংসদ সদস্যদের এক মিলনমেলায় পরিণত হয়।

পুনর্মিলনীকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। অনেক একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলনমেলা ছিল। সংগঠনের সকল সদস্যদের আমন্ত্রিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মোঃ ইদ্রিস বলেন, ‘আমি যে কয়দিন থেকে এখানে আছি আমি দেখেছি সংগঠনের কর্মীরা এখানে মোটামুটি সবাই ভালো আছেন। সবাই এ দেশের নিয়মনীতি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অনেক জায়গা থেকে ব্যাপারে প্রশংসা শুনেছি। আমি আশা করবো এই প্রশংসা ধরে রাখবেন। আরও সুন্দরভাবে কাজ করবেন। যাতে আমাদের দেশের বিষয়ে আরও অধিক ইতিবাচক ধারণা হয়। এ ধরনের ইতিবাচক ধারণ সৃষ্টি হল।

যে গানটি না বাজলে ঠিক ঈদ বলে মনে হয় না; জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’– গানের মধ্যদিয়ে এক অপরূপ আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। গানটির সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত অতিথিরাও।