বলরাম দাশ অনুপম:
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব। তাই পড়াশুনার খেলাধুলায় মনোনিবেশের জন্য জোর দেয়া হয়েছে। কারন খেলাধুলার সাথে সম্পৃত্ত থাকলে কেউই মাদকের সাথে হতে পারে না৷
তিনি বুধবার (১১ মে) সকালে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (আন্তঃইউনিয়ন) ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ফাইনালে ভারুয়াখালী ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুরুশকুল ইউনিয়ন ফুটবল একাদশ।