স্পোর্টস ডেস্ক: অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেটে স্বতঃস্ফূর্ত ব্যাটিং করল বাংলাদেশ দল। আজ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের ব্যাটররা। পাপুয়া নিউগিনির বিপক্ষে ঝড়ো হাফসেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আভাস নিয়ে ফিরেছেন সাকিব আল হাসান।

রান পেয়েছেন ধুঁকতে থাকা লিটন দাস। শেষ দিকে ছোটখাটো ঝড় উঠল আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটে। সবমিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে বহুদিন পর বাংলাদেশ পেল প্রত্যাশিত পুঁজি। আজ ওমানের মাস্কাটে টাইগাররা তুলল বড় সংগ্রহ। নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। কোনো রান না করেই সাজঘরে ফেরেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম। এরপর রানের জন্য লিটনের সংগ্রাম শুরু। সাকিবকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। জুটি গড়ার পথে দুজনের ব্যাটিং ধরন হলো দুরকম।

লিটন এগোলেন শম্বুক গতিতে। সাকিব থাকলেন আগ্রাসী। ২৩ বলে ২৯ রানে আউট হন লিটন। দলীয় শতক হতেই সাজঘরে ফিরলেন সাকিবও। ৩৭ বলে তিন ছয়ে ৪৬ রানে বিদায় নেন তিনি। কিছুটা চাপে পড়ে টাইগাররা। ওভার প্রতি রান সাতের মতো। এরপরই শুরু হলো আসল ঝড়।

জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে কচুকাটা করলেন পিএনজি বোলারদের। ২৮ বলে তিনটি করে চার-ছক্কায় ৫০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গটাই দিয়েছেন আফিফ ও সাইফুদ্দিন। অফিফ ১৪ বলে ২১ রানে আউট হন। ছয় বলে ১৯ রানে অজেয় থাকেন সাইফ।

শেষ পাঁচ ওভারে ৬৮ রান তোলে বাংলাদেশ। টাইগারদের পতন হওয়া সাত উইকেটের দুটি করে নিয়েছেন পিএনজি বোলার কাবুয়া মরেয়া, ড্যামিয়েন রাভু ও অধিনায়ক আসাদ ভালা। একটি শিকার সিমন আতাইর। তাদের পিটিয়ে তুলোধুনো করে বাংলাদশের ব্যাটাররা তুলেছেন বড় সংগ্রহ। এবার বাকি কাজ বোলারদের।

জবাব দিতে নেমে নামা পিএনজি এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভারে এক উইকেটে ১২ রান করেছে।