এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারে প্রথম বারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী শেখ কামাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ জাতীয় জুজুৎসু বীচ প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, ইতালিয়ান সমাজ সেবক লুজি লুপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন ও বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি।
সোমবার সন্ধ্যায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম নিউটন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য হাবিবুর রহমান শিপন, কক্সবাজারের আহবায়ক উদয় শংকর পাল মিঠু, কারাতে প্রশিক্ষক জয়দেব পাল, কারাতে খেলোয়াড় ইয়াছিন আরাফাত, আইমান ও ফরিদুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।