ঘড়ির কাটা ঘুরছে। রাত ৮টায় মুখোমুখি ভারত-পাকিস্তান। দশ মাস পর দুবাইয়ে ফের ক্রিকেটের অন্যতম ধ্রুপদী লড়াই। উত্তেজনার পারদ উঠছে। মাঠে-টিভি পর্দায় চোখ রাখবেন লাখ লাখ দর্শক। যতোই বলা হোক এটা আর পাঁচ-দশটা ম্যাচের মতো, আসলেতো তা নয়। ভারত-পাকিস্তান ম্যাচে জয়ের বিকল্প নেই! ’৯৬ বিশ্বকাপের কথা মনে আছে। ইনজুরির কারণে খেলতে পারলেন না ওয়াসিম আকরাম। পাক দর্শকদের সেটা মানার সময় কই! ভারতের সাথে হারের পরপরই ইট পড়লো আকরামের বাড়িতে। আরেক পাকিস্তানি লিজেন্ড ওয়াকার ইউনূসওবা কোনোদিন ভুলতে পারবেন সে ম্যাচের কথা।
জাদেজার সেই আক্রমনাত্মক ব্যাটিং শেষ করে দিয়েছিল সবকিছু। এরআগে পরে যেখানেই হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ, সবসময়ই তা বিশেষ কিছু।
তেমনই এক বিশেষ ম্যাচ একটু পর খেলতে নামবেন বাবর আজম ও বিরাট কোহেলি। সময়ের সবচেয়ে বড় দুই তারকা। একজন দূরন্ত ফর্মে। আরেকজন নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে ম্যাচের আগে একে অন্যের প্রতি জানালেন চূড়ান্ত শ্রদ্ধা। বিরাট কোহেলি স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ‘বর্তমান সময়ে সম্ভবত তিন সংস্করণেই শীর্ষ ব্যাটসম্যান বাবর। বাবর ধারবাহিকভাবে পারফর্ম করছে। ও দারুণ প্রতিভাবান এবং আমি সব সময় ওর ব্যাটিং দেখতে পছন্দ করি।’ অন্যদিকে, ফর্মে না থাকলেও যেকোন মুহুর্তে সবকিছু পাল্টে দেওয়ার ক্ষমতা যে কোহেলির আছে তা জানেন বাবর। বলেছেন, বিরাট এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।
বাবর বনাম কোহেলি। রোহিত বনাম রিজওয়ান। লড়াইয়ের ভেতর ছোট ছোট লড়াই। গতি বনাম স্পিন। ভারত-পাকিস্তান ম্যাচে কাগজ-কলম খুবই কম কাজ করে। একটি ভুল কিংবা দুর্দান্ত কিছু মুহুর্ত বদলে দেয় ম্যাচের গতিপথ। আজ কি হবে! নিরপেক্ষ দর্শকরা চান একটা জমজমাট লড়াই।