আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কক্সবাজার সদর উত্তর জোনের ফাইনাল খেলায় উদীয়মান শক্তি চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা শক্তিশালী প্রতিপক্ষ পোকখালী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সদর উত্তর জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) বিকালে ঈদগাঁহ রশিদ আহমদ কলেজ সংলগ্ন শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা শক্তিশালী প্রতিপক্ষ পোকখালী উচ্চ বিদ্যালয়কে খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। পরে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দল চৌফলদন্ডী নতুন রহমানিয়া দাখিল মাদ্রাসার খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন। এসময় চ্যাম্পিয়ন দলের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।

উল্লেখ্য,একই দিন প্রথম সেমিফাইনালে নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা শক্তিশালী নাপিতখালী মাধ্যমিক স্কুলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে।দিনের অপর সেমিফাইনালে পোকখালী উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন(কেজি স্কুল) কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে।