প্রেস বিজ্ঞপ্তি:

১৮ নভেম্বর-২০২২ইংরেজি রোজ শুক্রবার “ফিউজেন সোসাইটি কক্সবাজার” এর বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক পিকনিক কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল বীচ ওয়ে’র সভা কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্য নির্বাহী কমিটির বর্তমান সভাপতি জসিম উদ্দিন,সভা পরিচালনা করেন ফিউজেন সোসাইটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিটি।২০২২ ইংরেজি বর্ষের আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন বখতিয়ার আহমদ শাহীন।

সভায় আগামী ২০২৩-২০২৪ ইংরেজি দুই বছরের জন্য কার্য নির্বাহী কমিটি ও ২০২৩ ইংরেজি সনের জন্য বিনিয়োগ কমিটি উপস্থিত সদস্যদের মতামতের উপর ভিত্তি করে নির্বাচিত করা হয়।

সাত সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বখতিয়ার আহমদ শাহীন, কোষাধক্ষ্য হাকিমুল মোর্শেদ,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিরু,দপ্তর সম্পাদক মুহাম্মদ ইসমাইল,নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বিটি ও আবুল ফয়সাল ফাহিম।১লা জানুয়ারি-২০২৩ ইংরেজি তারিখ থেকে নূতন কার্য় নির্বাহী কমিটি তাদের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের বিনিয়োগ ব্যবস্থাপনাকে আরো জোরদার ও সূচারু করার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট একটি বিনিয়োগ কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়।এতে আবুল কালাম,হাজী আব্দুল মোনাফ টেকনাফী,আকতার হোসাইন সওদাগর,সাইফুল ইসলাম উখিয়া,আব্দুর রহিম,মোহাম্মদ ইব্রাহিম ও কামরুল ইসলামকে সদস্য নির্বাচিত করা হয়।
বিগত বছরে স্ব স্ব অবস্থান থেকে সংগঠনের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখায় জসিম উদ্দিন,বখতিয়ার আহমদ শাহীন,সাইফুল ইসলাম বিটি,আবুল কালাম ও হাজী আব্দুল মোনাফ টেকনাফীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভা পরবর্তী বার্ষিক ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।এতে সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্য সাইফুল ইসলাম উখিয়া ও মামুনুর রশিদ হিরু।
উল্লেখ্য ফিউজেন সোসাইটি কক্সবাজার ১লা নভেম্বর-২০১৬ ইংরেজি তারিখে কিছু স্বপ্নচারী সমমনা তরুন-যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়।নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে ও সদস্যদের সামষ্টিক অংশগ্রহনে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখাই এই সংগঠন মূল লক্ষ্য।প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনের সদস্যরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তাদের স্বপ্নপূরণে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন।