নিজস্ব প্রতিবেদক:
মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন সরণি স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান ফাহিম।
ঢাকাস্থ আমার প্রত্যয় ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে কামরুল হাসান ফাহিমকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
আমার প্রত্যয় ফাউন্ডেশনের সভাপতি আল শাহরিয়ার ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সরোয়ার আলম ডেইজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএ টিভির বার্তা প্রধান ফয়সাল আল মাহমুদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য খন্দকার আফরোজা, ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম মোকতার হোসেন, বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডিজি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবু আকতার, শিশু সাহিত্যিক স.ম শামসুল আলম, মোহনা টিভির রিপোর্টার শেখ আল-আমিন, এসএ টিভির রিপোর্টার ইসমাইল সরদার। প্রত্যয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এএফ মনির হোসেনের সঞ্চালনায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রত্যয় ফাউন্ডেশনের উপদেষ্টা মো. অনিক ও মোস্তফা কামাল প্রমূখ।
ফাহিম ইতিপূর্বে অসহায় পরিবারের মাঝে করোনাকালীন সময় থেকে গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, আর্থিকভাবে অসচ্ছল শিশুদের পড়ালেখার সুযোগ করে দেওয়া, শীতার্তদের শীতবস্ত্র, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, এছাড়া সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক কাজ নিয়ে পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ফাহিম বলেন-অসহায় মানুষের জন্য কাজ করি বিবেকের তাড়না থেকে, তাদের দুঃখ-কষ্ট দেখলে বড্ড কষ্ট হয়। যেখানে সবাই নিজেকে নিয়ে ভাবে, সেখানে আমি সুবিধাবঞ্চিত মানুষগুলো নিয়ে ভেবে চলি প্রতিনিয়ত। সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে থেকে বদলে দিতে চাই সমাজ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।