সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া গ্রামের প্রবীণ বাসিন্দা আনন্দ মোহন বড়ুয়া পরলোক গমন করেছেন। রবিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
আনন্দ মোহন বড়ুয়া রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের প্রয়াত অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথেরো ও কক্সবাজার জেলা বৌদ্ধ যুব পরিষদের সভাপতি, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়ার পিতা।
সোমবার দুপুর ২ টায় প্রয়াতের নির্বাণসুখ কামনায় অষ্ট-উপকরনসহ মহাসংঘদান, অনিত্যসভা শেষে স্থানীয় বৌদ্ধ শশ্বানে অন্ত্যস্টিক্রিয়া সুসম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথেরো ও কক্সবাজার জেলা বৌদ্ধ যুব পরিষদের সভাপতি, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়ার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তরুন বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিটু বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তাঁরা প্রয়াতের পারলৌকিক সদগতি কামনা করেছেন।