সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। রামু উপজেলার আওতাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রাবার বাগান রেস্ট হাউজে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হবে। দুপুর ২টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ।

গত ১৭ নভেম্বর বুধবার এই ভোট গ্রহণের তারিখ পূর্বনির্ধারিত ছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করে। পরে গতকাল বুধবার সিনিয়র সহকারী জজ (সদর-কক্সবাজার) আদালত নিষেধাজ্ঞা স্থগিত করে আদেশ দেন। এই আদেশের বলে নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে আর কোনোরকম আইনী বাঁধা নেই। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ ১৮ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করবে। প্রধান নির্বাচন কমিশনার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক রূপসীগ্রামের সম্পাদক মো: খোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।