আনফিট হলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন এমনটি ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তামিম ইকবাল। গতকাল চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর এই মন্তব্যের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিরক্তি প্রকাশ করেছেন।
আবার গতকাল ১৩ রানের বেশি তো করতে পারেননি উল্টো তামিমরা ম্যাচে হেরেছেন। সব মিলিয়ে কঠিন সময়ে পার করা বাঁ হাতি ব্যাটার আজ নিজ উদ্যোগে কিছু বলতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। সবাইকে অবাক করে দিয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
সংবাদ সম্মেলনের আয়োজন করায় মনে করা হয়েছিল ওয়ানডে অধিনায়কত্বে থেকে সরে দাঁড়াবেন। কিন্তু তিনি খেলা ছাড়ার ঘোষণা দিলেন। সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তিনি বলেছেন,‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন। ১৪ সেঞ্চুরির বিপরীতে ফিফটি করেছেন ৫৬টি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।