মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হিসাবে আইনটি প্রতিস্থাপিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনটি কিছুটা সংশোধন করে “সাইবার নিরাপত্তা আইন-২০২৩” নামে প্রতিস্থাপিত করা হবে বলে সুত্রটি জানিয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।
গত ২ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনটির অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হতে পারে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।