আনোয়ার হোছাইন ঈদগাঁও,কক্সবাজার :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে এই প্রথম জমজমাট মহিলাদের ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ সংবাদে ক্রীড়া পিপাসু জনসাধারণের মাঝে আনন্দ পরিলক্ষিত হচ্ছে।
আজ শুক্রবার ২৫ আগস্ট দুপুর ২ টার দিকে ইসলামপুর মধ্য নাপিতখালী খেলার মাঠে এ জমজমাট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিচিত পর্ব শুরু হবে।এরপর খেলা শুরু হবে নির্ধারিত সময়ে। উত্তেজনাকর এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম জেলা মহিলা ফুটবল দল বনাম কক্সবাজার জেলা মহিলা ফুটবল দল ।
খেলাও পরিচালনা করবেন মহিলা রেপারী এবং লাইন্সম্যান।

কক্সবাজারের কৃতি ফুটবলার, ইসলামপুর নতুন অফিসের সন্তান হুমায়ুন উক্ত তথ্য নিশ্চিত করে বলেন, নবগঠিত ঈদগাঁও উপজেলা ফুটবল দল এই প্রথম জেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকল্পে উপজেলা দল গঠনের লক্ষ্যে সকল ক্রীড়া প্রেমিক ও খেলোয়াড়দের মাঝে আনন্দ উদ্দীপনা তৈরি ও শক্তিশালী উপজেলা ফুটবল দল গঠনে পরামর্শ ও পরিকল্পনা প্রণয়নে এ চ্যারেটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন, শেখ ফজলুল হক মণি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওসমান আলী মোর্শেদ ও ক্রীড়া সম্পাদক কৃতি ফুটবলার হুমায়ুন।এতে উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সরব উপস্থিতি আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, উক্ত মাঠে ইসলামপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে চলমান রয়েছে শেখ ফজলুল হক মণি ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় আসর।