সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সিরাজুল হক শাহজাহানের পিতা, কক্সবাজার সদরের চৌফলদণ্ডি নতুন মহাল এলাকার প্রবীন মুরব্বি ও শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার নূরুল কবির (৯৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
মাস্টার নূরুল কবির প্রথম জীবনে পোস্ট মাস্টার, পরবর্তীতে ৪ বার ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার ছিলেন। সাংসারিক জীবনে ৪ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জনক। প্রফেসর ড. সিরাজুল হক শাহজাহান বড় ছেলে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ২ টায় নতুন মহাল বাজারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পিতার আত্মার মাগফিরাতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন প্রফেসর ড. সিরাজুল হক শাহজাহান।