সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভা মেয়র গোল্ডকাপ (আন্তঃ জেলা) ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশগ্রহন করতে আগ্রহী দল/খেলোয়াড়গনকে আগামী ১২ জানুয়ারির মধ্যে দলের নাম অন্তর্ভূক্তির জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজার পৌরসভা সংলগ্ন ব্যাডমিন্টন ইনডোর।
টূর্ণামেন্ট কমিটি সূত্রে জানা যায়, অংশহগ্রহনেচ্ছুক খেলোয়াড়দের এন্ট্রি ফি দ্বৈত উন্মুক্ত ২ হাজার টাকা, একক উন্মুক্ত ১ হাজার টাকা, ৪০ ও ৫০ উর্দ্ধ ২ হাজার টাকা। খেলার শর্তাবলী হচ্ছে খেলায় শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা অংশগ্রহণ করতে পারবে, জাতীয় ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকৃত দুইজন খেলোয়াড় একসাথে খেলায় অংশগ্রহণ করতে পারবেনা, খেলা সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে, কক্সবাজার জেলার এ ক্যাটাগরির কোন খেলোয়াড় ৪০ উর্দ্ধ এবং ৫০উর্দ্ধ খেলায় অংশগ্রহণ করতে পারবেনা, কোন টিম/ খেলোয়ার দুটি দ্বৈত ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেনা। খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং আম্পায়ের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা ইনডোরের নিয়মিত খেলোয়াড় হিসাবে পরাক্রম চাকমা, ফখরুল ইসলাম, মো: তুহিন আহমদ, উথোয়াইনু চৌধুরী ও ইমন চৌধুরী উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। টিম এন্ট্রির পর অসুস্থতাজনিত/ ব্যক্তিগত কারনে কোন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে উপযুক্ত প্রমান দাখিল করতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে জার্সি ও ক্যাড্স পরিধান করে খেলায় অংশগ্রহণ করতে হবে। খেলায় অংশগ্রহনের জন্য কোন ধরনের ভাতা প্রদান করা হবেনা। দলের নাম অন্তর্ভূক্তির সময় ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদপত্র (সত্যায়িত) খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম এর সাথে জমা দিতে হবে। উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনায় কোন ধরনের ত্রæটি প্রমানিত হলে বর্ণিত টিম বাতিল বলে গন্য হবে। কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত গ্রহণ কিংবা বাতিলের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন। খেলা আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে।
বিস্তারিত জানতে আবু নায়েম মো: খান পাপ্পু-০১৮২২-৮৯৫৯৬৯ ও মোহাম্মদ ইউনুস ০১৩০৬-৫৫৪৭৯৮।
মেয়র গোল্ডকাপ ব্যাডমিন্টন : খেলোয়াড়দের নিবন্ধনের শেষ সময় ১২ জানুয়ারি
